মহানগর ২ ওয়েব সিরিজ


ঢাকার পটভূমিতে তৈরি হইচই এর ওয়েব সিরিজ মহানগর ১ মুক্তি পায় ২০২১ সালে। ওয়েব সিরিজ তিথি ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম।

প্রায় দুই বছর পরে ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুম মহানগর ২ মুক্তি পেয়েছে ২০২৩ সালের ২৩ এপ্রিল। মুক্তির পরপরই দুই বাংলার দশকের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মহানগর ২। কলকাতার অনেক জনপ্রিয় তারকাকেও দেখা গিয়েছে এই ওয়েব সিরিজটির নির্মাতা ও অভিনয় শিল্পীদের প্রশংসা করতে। মহানগরের প্রথম মৌসুমের অনেক শিল্পীকেই দেখা যাবে না মহানগর ২ তে। তবে দেখা মিলবে অনেক বাঘা বাঘা নতুন অভিনয় শিল্পীদের।

মহানগর ২ এর অভিনয়শিল্পী তালিকা

  • ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম
  • আফনান চৌধুরী চরিত্রে শ্যামল মাওলা
  • সুকুমার বড়ুয়া চরিত্রে বৃন্দাবন দাস
  • বাবর চরিত্রে ফজলুর রহমান বাবু
  • মাসুম চরিত্রে দিব্য জ্যোতি
  • এমপি রজব আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য (ক্যামিও)
  • মিতু চরিত্রে তানজিকা আমিন
  • সাংবাদিক চরিত্রে জয়রাজ
  • ডিবি অফিসার চরিত্রে বৃন্দাবন দাস
  • মেয়র রাশেদ খানম চরিত্রে আফসানা মিমি

মহানগর ২ এ মোট ৯টি পর্ব রয়েছে সবগুলো পর্বকে একত্রে একটি ভিডিও আকারে নিচে দেওয়া হয়েছে।

মহানগর ২ ওয়েব সিরিজ ডাউনলোড

Mohanagar 2 Web Series Download
File Size: 1.47 GB
Duration: 3:30:01 hours





"Download 1"

  1.                                                                                                       "Download2"